Ballygunge station এ meet kore, ভিড়্ নিয়ে tension, বাকি যাত্রী দের আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়ানো ।
পাপু মামার চেষ্টা for the p _ _ _ _ debate, ভগবান কে প্রার্থনা সূর্য মামা কে মাথার ওপর থেকে সরান ॥
০৭:৫৩ এর Diamond Harbour Local এ ঝাঁপিয়ে লাফিয়ে ১৪ টা seat জোগাড়, পৃথিবী জয়ের অনুভূতি ।
বিস্কুট খাওয়া, লেবু চেপা কেনা, clearance ছাড়াদের liquid দেখে গুটিসুটি ॥
Van এ চেপে চিৎকার উঁচু নিচু রাস্তায়ে, টুকি দিল নদীর ঝিকিমিকি জল ।
পূণ্যলক্ষ্মী তে আগমন, পুরী সবজি চা খেয়ে বাইরে দৌড়, মন চঞ্চল ॥
প্রথম আলাপ গঙ্গা মা’র সাথে, মন্ত্রমুগ্ধ হয়ে প্রচুর পরিমাণে click click click ।
307, 310, 401, 410 পাওয়া, A.C.’r অপেক্ষায়ে দীর্ঘ নিঃশ্বাস, কখন যে হবে ঠিক ॥
হাতে বোতল swimming pool এর দিকে হাটা, লাল সাদা ডোরা কাটা বল, রোদ তখনও কড়াকড়ি ।
Special dining place, ডাল ঝিরিঝিরি আলু ভাজা, পাতলা মুরগির্ ঝোল, Butterscotch ice cream এর ছড়াছড়ি ॥
আঙুল চেটে favourite জায়গা তে গোল করে বসা, মেঘ করল আমাদের ধন্য ।
মিঠির "ভ্রমর", ভুট্টুর "সজ্নী", পাপু মামার creation আপদদের ভাগানর জন্য ॥
অন্ত্যাক্ষরী আর আড্ডা জমিয়ে শুরু, প্রত্যেকের potential display picture উঠল ।
এক দু ফোটা বৃষ্টি শুরু, ঘুম কি no ঘুম ঝগড়া শুরু, ছেলেরা সব cricket খেলতে ছুটল ॥
সূর্যাস্তের ছবি তোলা, turkey দের সাথে মুখোমুখি, পেছন দেখিয়ে সকলকে দিল বিদায় ।
ৠজুর দোলনা চড়া, second round চা coffee, ঘরে ফিরে সবাই তখন freshen up হতে চায় ॥
310 এ আবার মজা, তিন প্লেট crispy chilly baby corn ও 20 questions এর ধুম শুরু ।
টিটুর “moon”, মিঠির “time”, পাপু মামার “tree” আর “turkey” সব কটার গুরু॥
Ladies দের জন্য ভডকা মাসী, ছেলেদের দলে রাম বাবু, বাচ্চাদের 5 up 7 down ই থাক ।
Dinner এর জন্য এলো ফোন, Chinese খেয়ে সকলে তৃপ্ত, তবে masala thumbs up হয়েই যাক ॥
শীর্ষর “gravity” পারল না কেউ, জিত মামা দিল “kingfisher”, হেলতে দুলতে আবার চললাম সেই নদীর পারে ।
তেরো জন হলাম table এ, টিটু আসাতে হই হই চিৎকার, বাচ্চারা সব শান্তির নিঃশ্বাস ছাড়ে ॥
ঘুটঘুটে অন্ধকারে চকচকে এক জাহাজ, dumbcharades খেলা শুরু i-pad এর light এই ।
Silsila, জিঘাংসা, Hemlock Society, অপরাজিত ও অভিশপ্ত নাইটি ॥
১২ টা তে গেল কাটা, হাটা দিলাম ফেরত, ক্লান্ত কিন্তু ফুর্তির ইচ্ছের নেই শেষ ।
আবার আড্ডা জমল 410 এ, শাড়ি, vote, cinema, professors, ঘরে ফিরে ঘুমটা হল বেশ ॥
ভোরে উঠৈই জানলা দিয়ে নদী, free breakfast এ ডিম পারুটি, লুচি তরকারি, ফল, juice, jam ।
Photo তোলাতে century মারা, Mother’s day special আর group ছবি হল ঘ্যাম ॥
310 এ shift হয়ে শেষ round ভূতের গল্প, কসা মাংস পরল পেটে ।
যাওয়ার সময় হাজির, bathroom এর জন্য line, পিঠে উঠল bag, যাত্রা শুরু হেটে হেটে ॥
০২:৪৭ এর জ্বলন্ত ট্রেন, জানলার seat এর জন্য অপেক্ষা নীরবে ।
Ballygunge station এসে গেল, অনেক টাটা, অনেক দেখা হবে ॥
কোলকাতার গরম কে আলিঙ্গন করে সবাই চললাম বাড়ি, তেত্রিশ ঘণ্টা সমাপ্ত, মনটা হল ভারী ॥
No comments:
Post a Comment